গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহত আরও ৩৭ ফিলিস্তিনিশীতের দাপটে কাঁপছে পঞ্চগড়, বিপর্যস্ত জনজীবনবসুন্ধরার চেয়ারম্যানসহ পরিবারের ৮ সদস্যের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশবাংলাদেশিদের জন্য বন্ধ হলো ত্রিপুরার হোটেলআসছে নতুন নোট, থাকছে জুলাই বিপ্লবের গ্রাফিতি
No icon

আজ এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা

কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (সি-মি-উই-৫) রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার দিবাগত রাতে এক ঘণ্টা ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। গতকাল বুধবার বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।এতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা কেবলটির মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। ফলে গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে (সি-মি-উই-৪) সাবমেরিন কেবলের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে।