বেড়েছে AI কম্পিউটারের বাজারশিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধালেবাননে ইসরায়েলের ৮ শতাধিক সেনা নিহতদেশে গ্যাস উৎপাদন কমছেচালানোর সক্ষমতা নেই এমন কারখানা বন্ধ করা হবে
No icon

সফল ২৯ ফ্রিল্যান্সারকে ল্যাপটপ প্রদান করেন আইসিটি প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  আইসিটি) মন্ত্রণালয়ের অধীনে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় নাটোরে প্রশিক্ষণপ্রাপ্ত ২৯ জন সফল ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ তুলে দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।শুক্রবার বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ীদের হাতে এই ল্যাপটপ তুলে দেয়া হয়।জুনাইদ আহমেদ পলক বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তি উদ্যোক্তা তৈরি হয়েছে। বর্তমান সরকার রেমিটেন্স যোদ্ধা হিসেবে ফ্রিল্যান্সারদের অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে আত্মসম্মান ও স্বীকৃতি প্রদান করেছে।দেশের ৬৪ টি ইনকিউবিশন সেন্টারে তরুণ-তরুণীরা প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। তরুণরাই দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন। ফলে তথ্যপ্রযুক্তি খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-নওগাঁ (সংরক্ষিত) নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্থানীয় সরকারের উপ-পরিচালক নাদিম সারোয়ার, এলইডিপির (২য় সংশোধিত প্রকল্প) প্রকল্প পরিচালক হুমায়ুন কবির, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ সহ সরকারী-বেসরকারী কর্মকর্তা ও আইসিটি বিভিাগের নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।