ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছেসিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০শীত নিয়ে নতুন বার্তাজরুরি বৈঠকে জামায়াতনির্বাচনী সফর’ শুরু করছেন জামায়াতের আমির, যাচ্ছেন উত্তরবঙ্গে
No icon

বিশ্বকাপে টসের পর হাত মেলাননি ভারত–বাংলাদেশের অধিনায়ক

ভারত-পাকিস্তান ম্যাচের পর এবার ‘নো হ্যান্ডশেক’ দেখা গেল বাংলাদেশ-ভারত ম্যাচেও। আজ বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় হাত মেলাননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে। তাঁরা একে অপরকে এড়িয়ে গেছেন।

কোন দলের সিদ্ধান্তে হাত মেলানোর রীতি মানা হয়নি তা স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ম্যাচে ভারতই তা বারবার এড়িয়ে গেছে। এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম হলেও টসের সময় তিনি প্রস্তুত না থাকায় আবরারকে পাঠানো হয়েছিল।