শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধালেবাননে ইসরায়েলের ৮ শতাধিক সেনা নিহতদেশে গ্যাস উৎপাদন কমছেচালানোর সক্ষমতা নেই এমন কারখানা বন্ধ করা হবেসংসদ ও স্থানীয় নির্বাচনে ‘একবারে’ ভোটগ্রহণের প্রস্তাব
No icon

বিপিএল শুরু ৩০ ডিসেম্বর

বিপিএলের ১১তম আসরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে ময়দানি লড়াই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দুর্বার রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স খেলবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। সাত দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি। গতকাল এক ভিডিওবার্তায় বিপিএল নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আমরা নতুন একটা সরকার পেয়েছি এবং আমরা চেষ্টা করেছি আগের দশটা বিপিএলের চেয়ে এবারের বিপিএলকে ব্যতিক্রম করার। আমরা অনেক পরিকল্পনা করেছি। আশা করি খুব ভালো একটা টুর্নামেন্ট হবে। আশা করি, আপনারা সবাই বিপিএল উপভোগ করবেন।এবারও দেশের তিন ভেন্যু- ঢাকার মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে বিপিএল। মিরপুরে প্রথম পর্বে খেলা হবে চার দিন। এরপর বিপিএল যাবে সিলেটে। সেখানে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত খেলা মাঠে গড়াবে। সেখান থেকে বিপিএল যাবে বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট-চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল ফিরবে আবার মিরপুরে। ঢাকায় দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে ২৬ জানুয়ারি থেকে। লিগ পর্বের খেলা শেষ হবে ১ ফেব্রুয়ারি। এরপর প্লে-অফের লড়াই ৩ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্লে-অফের প্রথম দিনে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। একদিন পর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এরপর ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য একটি করে রিজার্ভ ডে রাখা হয়েছে। ম্যাচ শুরু হবে দুপুর দেড়টা ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দিনের প্রথম ম্যাচ মাঠে গড়াবে দুপুর ২টায় আর পরেরটি সন্ধ্যা ৭টায়।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, এবারের বিপিএল একটু অন্যরকমের হবে। সেদিক বিবেচনা করে আমরা চেষ্টা করেছি ডিজিটাল রাইটস যাদের আছে, আমরা তাদের বলেছি- ডিজিটাল পেরিমিটার বোর্ড চাই আমরা। টিভি প্রোডাকশনকে বলেছি- টিভিতে যারা খেলা দেখাবেন এবং প্রোডাকশন-দুটোই যেন অত্যন্ত চমৎকার হয়। হক-আই, ডিআরএস- প্রযুক্তি এগুলো সবই থাকবে। আম্পায়ারিং আমরা খুব উন্নত করার চেষ্টা করছি। কমেন্ট্রিতে কিছু বিগ নেইম আনার চেষ্টা করছি। সব মিলিয়ে আমার মনে হয় এটা ভালো বিপিএল হতে যাচ্ছে।বিপিএলের টিকিট অনলাইন প্ল্যাটফর্ম থেকে দর্শকরা কিনতে পারবেন জানিয়ে ফারুক আহমেদ বলেন, এবার আমরা চেষ্টা করছি ডিজিটাল প্ল্যাটফর্মে যাওয়ার জন্য, যেন সবাই সবার সুবিধামতো টিকিট কিনে খেলা উপভোগ করতে পারেন। যারা খেলা দেখতে ইচ্ছুক- মোবাইল ফোন এবং অনেক অ্যাপস দিয়ে আপনারা ডিজিটাল টিকিটগুলো কিনে ফেলতে পারবেন। ওই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করছি, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম এই মাসের মধ্যে হয়ে যাবে।

বিপিএলের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সক্রিয় অংশগ্রহণ আছে জানিয়ে ফারুক আহমেদ বলেন, আপনারা সবাই জানেন- ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সে এবার আমরা যে অলিম্পিক দেখলাম, ২০১৪ বা ২০১৬ সালে এক বক্তব্যে অলিম্পিকটি পেতে সাহায্য করেছিলেন। উনি এত বড় বড় জায়গায় কাজ করেছেন, আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে অনুরোধ করেছেন, উনি দেশের বাইরে এত সাহায্য করেছেন, বিপিএলকে আরও কতটুকু সম্পৃক্ত করা যায়। আমরা চেষ্টা করেছি ওনার চমৎকার কিছু ভাবনা এই বিপিএলে সংযুক্ত করতে। গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে খাবার পানির ব্যবস্থা রাখার চেষ্টা করছে বিসিবি জানিয়ে ফারুক আহমেদ বলেন, আমরা চেষ্টা করছি, গ্যালারি যেন নোংরা না হয়, পানির কিছু কর্নার থাকবে। সেই কর্নারে আপনারা পানি পাবেন। এটার একটা নাম থাকবে, বিপিএল শুরু হলে দেখতে পাবেন। পানিটা আমরা বিনামূল্যে দেওয়ার চেষ্টা করব। স্টেডিয়ামের ভেতরেও আমরা চেষ্টা করছি জিরো ওয়াস্টজোন গ্যালারি রাখতে। চেষ্টা করব সবকিছু পরিষ্কার রাখতে।