ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৬৬তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, ৩ ডিগ্রি কমেছে তাপমাত্রাচট্টগ্রামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিটইসরায়েলি হামলায় গাজায় আরও ৩০ প্রাণহানিপরিকল্পনা আর প্রকল্পেই সীমাবদ্ধ বায়ুদূষণ রোধ
No icon

বাংলাদেশ-ভারত ফাইনাল আজ

ক দিন আগে সাউথ এশিয়ান ফুটবলে অনূর্ধ্ব-২০ পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ। এবার সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের দিকে চোখ লাল-সবুজের জার্সিধারীদের। আজ ভুটানের মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।ভারতীয়দের হারাতে পারলে আরেকটি সাফের শিরোপা ঘরে তুলবে বাংলাদেশ। বাংলাদেশ ও ভারতের ফাইনাল ম্যাচটি থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হেরেই মিশন শুরু হয়েছিল বাংলাদেশের কিশোরদের। এরপর মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও মানসিকভাবে চাঙ্গা ছিলেন মোর্শেদ আলীরা। যদিও শেষ পর্যন্ত এ গ্রুপে মালদ্বীপকে ৩-০ গোলে ভারত হারানোয় সেমিফাইনাল নিশ্চিত হয় মাত্র এক পয়েন্ট অর্জন করা কোচ সাইফুল বারীর শিষ্যদের।তবে সেমিফাইনালে অন্য এক বাংলাদেশকে দেখেছেন দর্শকরা। শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানকে টাইব্রেকারে ৮-৭ গোলে হারিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে উঠেছেন লাল-সবুজের যুবারা। ম্যাচে পিছিয়ে পড়েও নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র রেখেছিল বাংলাদেশ। অন্যদিকে সেমিফাইনালে নেপালকে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।এবার ফাইনালে গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নেওয়ার পালা বাংলাদেশের। অবশ্য কোচ টিটু শুরু থেকেই ভারতকে সমীহ করে আসছেন। তিনি বলেন, ভারত টেকনিক্যাল স্কিলে বেটার টিম। তারা কঠিন প্রতিপক্ষ। গ্রুপ পর্বে তাদের বিপক্ষে কাউন্টারে আমরা ভালোই করছিলাম, ওই ম্যাচের শেষ দিকে এসে ছেলেরা মনোযোগ হারিয়েছিল। তাদের ভুল-ত্রুটিগুলো নিয়ে এর মধ্যে কাজ করা হয়েছে। আশা করি, ফাইনালে আমরা লড়াই করে জয় নিয়েই মাঠ ছাড়তে পারব।