টি টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে নেদারল্যান্ডস। ডালাসে তারা ৬ উইকেটে হারিয়েছে নেপালকে। এই গ্রুপ ডি তে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা রয়েছে। শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। এদিকে মঙ্গলবার অপর বার্বাডোজের ম্যাচটি বৃষ্টির দাপটে পরিত্যক্ত হয়েছে। একটি করে পয়েন্ট দুদল পেয়েছে।স্কটল্যান্ড ও ইংল্যান্ডের ম্যাচটি দশ ওভারে নামিয়ে এনেও শেষ রক্ষা হয়নি। ৯০ রান করেছিল স্কটিশরা ১০ ওভারে। ইংল্যান্ড আর ব্যাট করতে পারেনি। ফলে পরিত্যক্ত। গ্রুপ বি ওমান, অস্ট্রেলিয়া ও নামিবিয়াও রয়েছে।ওদিকে ডালাসে আগে ব্যাট করে নেপাল ১০৬ রানে অলআউট। প্রিঙ্গল ২০ রানে ৩ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। তবে নেদারল্যান্ডসের ম্যাক্স ও দাউদ ৫৪ রানে অপরাজিত ছিলেন। জবাবে নেদারল্যান্ডস ১৮.৪ ওভারে জয় নিশ্চিত করে (১০৯/৪)। ৭ জুন স্কটল্যান্ড পরের ম্যাচ খেলবে নামিবিয়ার সঙ্গে। ইংল্যান্ডের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে ৮ জুন।৮ জুন নেদারল্যান্ডস খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। নেপালের পরের ম্যাচ অবশ্য ১২ জুন। সেদিন প্রতিপক্ষ শ্রীলংকা।