যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১০ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে হোয়াইটওয়াশ হওয়ার হাত থেকেও বাঁচলো টাইগাররা।আজ শনিবার হিউস্টনে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাট করা যুক্তরাষ্ট্রকে ১০৪ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান একাই ৬ উইকেট নিয়েছেন। জবাবে তানজিদ হাসান ও সৌম্য সরকারের অন্যবদ্য ব্যাটিংয়ে বিনা উইকেটে ১১.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।১০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তানজিদের ফিফটি ও সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় পায় বাংলাদেশ। তানজিদ ৪২ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকেন। সৌম্য ২৮ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৩ রানের হার না মানা ইনিংস খেলেন।এর আগে প্রথমে ব্যাট করা যুক্তরাষ্ট্র অবশ্য শুরুটা ভালো করে। ৫ ওভারে দুই ওপেনার শায়ান জাহাঙ্গির ও আন্ড্রিয়াস গোউস ৪৬ রান তোলেন। তবে এরপর মোস্তাফিজের তোপে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত হয় স্বাগতিকরা। গোউস সর্বোচ্চ ১৫ বলে ২৭ রান করেন। ১৮ রান করে করেন শায়ান ও কোরে অ্যান্ডারসন।বাংলাদেশ বোলারদের মধ্যে মোস্তাফিজ মাত্র ৪ ওভারে ১০ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন। একটি করে উইকেট পান তানজিম সাকিব, সাকিব আল হাসান ও রিশাদ হোসেন।এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হারার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ রানে হেরে যায় বাংলাদেশ।