চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারিআমিরাতে বৃষ্টিতে গাড়িতে আটকা পড়ে মারা গেলেন দুই জন সেরেলাক-নিডোয় অতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএজাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্রভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু
No icon

উরুগুয়েকে ৩ গোলে হারালো আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দশম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। লুইস সুয়ারেজদের জালে তিনবার বল পাঠিয়ে এই ম্যাচ থেকে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।নিজেদের ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্তালে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের শুরুটা অবশ্য শেষের মতো ছিল না। শুরুতে বরং বিপরীত ফলের আভাসই মিলছিল। ম্যাচের শুরুর দিকে উরুগুয়ে যেভাবে খেলেছে তাতে ২২ মিনিটেই তারা এগিয়ে যেতে পারতো ৩ গোলে!

তবে এরপর উরুগুয়েকে আর সেভাবে ম্যাচে খুঁজে পাওয়া যায়নি। বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার খেলোয়াড়রা ছন্দময় ফুটবল উপহার দিয়ে একে একে তুলে নেয়;তিন গোল।ম্যাচের ৩৮ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। এরপর বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে রদ্রিগো ডি পলের গোলে ব্যবধান বাড়ায় আলবিসেলেস্তেরা।বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে লতারো মার্টিনেজের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর উরুগুয়ে কয়েকদফায় চেষ্টা করে গেলেও এমিলিয়ানো মার্তিনেজের বিশ্বস্ত হাত হতাশ করে সুয়ারেজ-কাভানিদের।দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিলের মতো এখনও অপরাজিত আছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১০ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।