NEWSTV24
শিক্ষার্থীদের জন্য নতুন দু’টি অ্যাপ
বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ ০০:৩৮ পূর্বাহ্ন

NEWSTV24

শিক্ষার্থীদের ঘরে বসে ডিজিটাল শিক্ষার সুযোগ দিতে ‘মেধাবীর সুপারনোভা’ ও ‘কিডস ব্রেন বিল্ডার’ নামে দু’টি অ্যাপ তৈরি করেছে এসিআই। সুপারনোভা অ্যাপটি মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য। অ্যাপটিতে বিষয়ভিত্তিক অ্যানিমেটেড ভিডিও, পিডিএফ, অধ্যায় অনুযায়ী অনুশীলন ও পরীক্ষা দেয়ার সুযোগ রয়েছে। বিষয়ভিত্তিক নমুনা প্রশ্ন ও মডেল টেস্টও দেয়া যাবে। ফলে ডিজিটাল শিক্ষামাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে অ্যাপটি। অন্যদিকে কিডস ব্রেন বিল্ডার অ্যাপটি তৈরি করা হয়েছে তিন থেকে ১২ বছরের শিক্ষার্থীদের জন্য। শিক্ষামূলক অ্যাপটিতে অ্যানিমেশন ভিডিও, গেম, বুদ্ধির পরীক্ষা, চ্যালেঞ্জ, ভাষা ও বিজ্ঞানবিষয়ক ভিডিওও রয়েছে। অ্যান্ড্রয়েড অ্যাপ দু’টি গুগল প্লেস্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।