NEWSTV24
চীনে কারখানায় আগুন, ৩৬ জনের মৃত্যু
মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ ১৫:৪০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

চীনের হেনান প্রদেশের একটি কারখানায় আগুন লেগে ৩৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার আয়াং শহরের ওই কারখানায় আগুন লাগে।আজ মঙ্গলবার কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার বিকেল ৪টা ২২ মিনিট নাগাদ আয়াং শহরের একটি কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যু হয়। এ সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ঘরবাড়ি ধ্বংস হয়।এ ছাড়া ২০১৫ সালে উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক ওয়ারহাউজে বিস্ফোরণে ১৬৫ জনের মৃত্যু হয়, যা চীনের শিল্প দুর্ঘটনার ইতিহাসে অন্যতম।