NEWSTV24
বিয়ে বিয়ের আগে মা হতে যাচ্ছে নুসরাত, প্রকাশ্যে আসতেই যা লিখলেন
শনিবার, ০৫ জুন ২০২১ ১৮:৩১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

শুক্রবার সকাল থেকেই টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের মা হওয়ার খবরে উত্তাল শোবিজ অঙ্গন। তবে অভিনেত্রী এখনও এ বিষয়ে নিজে কিছু বলেননি। তবে তার ঘনিষ্ঠমহল থেকে জানা যাচ্ছে, যশ দাশগুপ্তের সঙ্গে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। বিতর্ক কখনওই পিছু ছাড়েনি অভিনেত্রীর। আগাগোড়াই তার ব্যক্তিগত জীবন থেকেছে চর্চার কেন্দ্রবিন্দুতে। ফলে তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পরেও বিতর্ক দানা বেঁধেছে তাকে ঘিরে। নানা জনের নানা কটাক্ষ, কুকথা তীরবেগে ধেয়ে আসছে পশ্চিমবঙ্গের এমএলএ অভিনেত্রীর দিকে। স্বামী নিখিল জৈনের সঙ্গে দাম্পত্যে ফাটল ধরেছে অনেক আগেই। প্রায় ৬ মাস ধরে একসঙ্গে থাকেন না তারা।

নেই কোনও যোগাযোগ। নিখিলের কথায়, আমি জানিও না নুসরাত মা হতে চলেছে। এই খবর আমার কাছে আসেনি। আসার পথও বন্ধ। আর আমরা কেউ যোগাযোগ রাখি না। তবে এখনও আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি নিখিল ও নুসরাতের। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে না ধরনের কুমন্তব্য, ট্রোল, মিম।

যদিও এসব এখন আর কিছুই আর নতুন নয় নুসরাতের কাছে। ভরসা আছে তার। ফুল ফুটবে নিজের মতো করে।

তাই তো নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠল মাত্র একটি বাক্য। তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে। কার উদ্দেশে এই বার্তা দিলেন অভিনেত্রী?