পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ২৫লাইসেন্স ছাড়াই চলছে ১৫৮ স্ক্যানার মেশিনগাজায় ইসরায়েলি হামলায় শিশু, সাংবাদিকসহ ১০৫ জন নিহতনির্বাচনে বাধা দেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, আরও আসবে: প্রধান উপদেষ্টাডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের শুনানি আজ
No icon

লাইসেন্স ছাড়াই চলছে ১৫৮ স্ক্যানার মেশিন

দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোতে ব্যবহার হওয়া ব্যাগেজ স্ক্যানার মেশিনের লাইসেন্সের মেয়াদ শেষ। লাইসেন্স নবায়ন ছাড়াই এগুলো ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। দ্রুত লাইসেন্স নবায়ন না করলে বিকিরণ উৎপাদনক্ষম যন্ত্র আমদানিতে অতিরিক্ত তথ্য প্রদানের বাধ্যবাধ্যকতা আরোপ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সূত্রের খবর, সম্প্রতি প্রতিষ্ঠানটি এ বিষয়ে অবগত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) চিঠি পাঠিয়েছে।বিমানবন্দরে যাত্রীদের তথা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে লাগেজের ভেতর নিষিদ্ধ, বিপজ্জনক বা সন্দেহজনক বস্তু শনাক্তকরণে সাহায্য করে ব্যাগেজ স্ক্যানার। এসব স্ক্যানার এক্স-রে বা সিটি স্ক্যান প্রযুক্তি ব্যবহার করে লাগেজের মধ্যে থাকা বিভিন্ন ধরনের পদার্থ, যেমন- ধাতু, তরল বা জৈব উপাদানগুলো চিহ্নিত করে একটি স্পষ্ট ছবি তৈরি করে, যা নিরাপত্তা কর্মকর্তাদের অবাঞ্ছিত সামগ্রী খুঁজে বের করতে সাহায্য করে। নিয়ম অনুযায়ী, ব্যাগেজ স্ক্যানার ব্যবহার করতে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কমিশনের লাইসেন্স প্রয়োজন হয়।

বেবিচক সূত্রে জানা গেছে, শাহজালাল বিমানবন্দরে নবনির্মিত তৃতীয় টার্মিনালে ১০০টি এবং পুরনো টার্মিনালে ৩০টি ব্যাগেজ স্ক্যানার মেশিন রয়েছে। আর দেশের অন্য বিমানবন্দরগুলোতে রয়েছে ২৮টি মেশিন। সবগুলো মেশিনেরই লাইসেন্সের মেয়াদ পেরিয়ে গেছে।প্রাপ্ত তথ্যমতে, কাস্টমস থেকে বিকিরণ উৎপাদনক্ষম যন্ত্র ছাড়করণের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে আবেদন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আমদানি পারমিট জারি করে।পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণ বিধিমালা (পানিবিনি) ১৯৯৭ এ-৭ ধারার খ উপধারায় বলা হয়েছে- পারমাণবিক শক্তিচালিত অথবা পারমাণবিক পদার্থ, অথবা তেজস্ক্রিয় পদার্থ, অথবা নির্ধারিত পদার্থ, অথবা তেজস্ক্রিয় বর্জ্য বহনকারী কোনো যানবাহন বাংলাদেশে আনয়ন অথবা প্রবেশের ক্ষেত্রে লাইসেন্স অত্যাবশ্যক। এ ছাড়া ঘ উপধারায় বলা হয়েছে- বিকিরণ সৃষ্টিকারী যে কোনো যন্ত্রপাতি অধিকার, উৎপাদন, স্থাপন অথবা পরিচালন, রক্ষণাবেক্ষণ, মেরামতকরণের ক্ষেত্রেও লাইসেন্স আবশ্যক। তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ কক্সবাজার, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও বরিশাল বিমানবন্দরে লাইসেন্স নবায়ন ছাড়াই ব্যাগেজ স্ক্যানার মেশিন ব্যবহার করা হচ্ছে।

পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিকিরণ, পরিবহন ও বর্জ্য নিরাপত্তা বিভাগের পরিচালক ড. মেহেরুন নাহার স্বাক্ষরিত ওই চিঠিতে আমদানির পারমিট দেওয়ার ক্ষেত্রে বেশকিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তে বলা হয়েছে- বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন-২০১২ এবং পানিবিনি-১৯৯৭ অনুযায়ী বিকিরণ উৎপাদনক্ষম যন্ত্র ব্যবহারের জন্য বৈধ লাইসেন্স বাধ্যতামূলক। অথচ বিমানবন্দরে স্থাপিত ব্যাগেজ স্ক্যানার মেশিনগুলোর লাইসেন্স ২০২৪ সালের ১ জুলাই শেষ হয়ে গেছে। জরুরি ভিত্তিতে সেগুলো নবায়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠানের কাছে বিকিরণ উৎপাদনক্ষম যন্ত্র বা যন্ত্রাংশ বিক্রি বা সরবরাহ করা যাবে না। ভবিষ্যতে এ শর্ত না মানলে নতুন যন্ত্র আমদানির ক্ষেত্রে অতিরিক্ত তথ্য দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হবে।এ বিষয়ে জানতে চাইলে বেবিচকের সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং মেইনটেন্যান্স অ্যান্ড স্টোরস ইউনিটের নির্বাহী পরিচালক মো. রেজাউল ইসলাম  বলেন, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের একটি চিঠি আমরা পেয়েছি। এর পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেওয়া হয়েছে। লাইসেন্স নবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে সরকারের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। নিয়মের কোনো ব্যত্যয় ঘটানো হবে না।