যে ম্যাচে থাকছে বাংলাদেশওদলে দলে গাজা সিটি ছাড়ছেন ফিলিস্তিনিরাযুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহতগরমে দেশের ৬ কোটি মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তঅজানা আশ্রয়ের খোঁজে মানুষ
No icon

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই পুলিশ কর্মকর্তা। স্থানীয় সময় বুধবার দুপুর ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।পেনসিলভানিয়া রাজ্য পুলিশ কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস এ তথ্য নিশ্চিত করে বলেন, বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।জানা যায়, এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার শিকার হয় পুলিশ।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল পূর্বে নর্থ কোডোরাস টাউনশিপের ইয়র্ক কাউন্টির একটি গ্রামীণ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।তবে রাজ্য পুলিশ কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস বলেছেন, তদন্ত চলমান থাকায় পুলিশ অনেক তথ্য এখনই সামনে আনছে না।এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বুধবার বিকেলে ওই এলাকায় পৌঁছে নিহত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন। এ সময় তিনি বলেন, দেশের সেবা করতে গিয়ে পুলিশের তিন কর্মকর্তাকে প্রাণ দিতে হলো। আমরা এমন ঘটনায় শোকাহত।এ ধরণের সহিংসতা কাম্য নয় জানিয়ে জোশ শাপিরো নিহত তিন কর্মকর্তার সম্মানে রাজ্যের সমস্ত পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।