অন্তর্বর্তী সরকারের আমলেই হাদি হত্যার বিচার কাজ সম্পন্ন হবে: জাহাঙ্গীর আলম চৌধুরী জামায়াতের সঙ্গে জোট করতে এনসিপির ১০০ নেতার সমর্থন পদ্মা সেতুতে সাড়ে তিন বছরে ২৯৩৬ কোটি টাকার টোল আদায়শীতে কাঁপছে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলরোববার সারাদেশের বিভাগীয় শহরগুলোতে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের
No icon

পাকিস্তানের হামলা, ভারতের বিভিন্ন শহরে ব্ল্যাকআউট

পাকিস্তানের পাল্টা হামলা শুরুর পর রাতে শ্রীনগরসহ ভারতের বিভিন্ন স্থানে ব্লাকআউট করে দেওয়া হয়। চন্ডীগড় শহরের প্রশাসন বলছে, বিমান হামলার সংকেত দিতে সাইরেন বাজানো হয় এবং দ্রুত ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে।জম্মুরই আরেক শহর রাজৌরিতে প্রশাসন ব্ল্যাক আউট করে দিতে সাধারণ মানুষকে অনুরোধ করেছে।এর আগে জম্মু অঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুরো জম্মু শহরই অন্ধকার করে দেওয়া হয়েছে। জম্মুর বিমানবন্দর থেকে বিস্ফোরণের খবর আগেই পাওয়া গিয়েছিল।জম্মু শহরের এক বাসিন্দা জানিয়েছিলেন, বিমানবন্দরের কাছে তিনি নিজে ১৬টি বস্তুকে অবতরণ করতে দেখেছেন। পুরো জম্মু শহর এখন অন্ধকার, দোকান-বাজার বন্ধ।হামলার সংকেত দিতে সাইরেন বাজা শুরু হতেই মানুষ দৌড়াদৌড়ি শুরু করেন।এখন সেখান থেকে প্রায় দেড় ঘণ্টা দূরের কাঠুয়া থেকেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। সেখানেও ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে পুরো শহর।সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, জম্মুতে যে ধরনের ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে পাকিস্তান, সেগুলোতে লয়েটারিং মিউনিশন অর্থাৎ এই ড্রোনগুলোতে বিস্ফোরক থাকে এবং লক্ষ্যবস্ততে আঘাত করার পরে সেগুলোতে বিস্ফোরণ ঘটে যায়।