পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যুআওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে নতুন কর্মসূচি শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা তীব্র গরমে থাকবে আরও ২ দিনচালের দাম আরও কমেছে, ডিম-সবজির বাজার চড়ানতুন বই উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
No icon

সীমান্তে 'সাদা পতাকা' উড়িয়ে পিছু হটল ভারতীয় সেনা

পাকিস্তান ও আজাদ কাশ্মিরে মসজিদসহ কয়েকটি স্থানে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ওই হামলার পর খুব দ্রুততার সঙ্গে পাকিস্তান স্থল ও আকাশপথে ব্যাপক পালটা হামলা চালিয়েছে। এতে ভারতের কয়েকটি যুদ্ধবিমান, সেনাবাহিনীর চেকপোস্ট ও স্থাপনা ধ্বংস হয়। পাকিস্তানের ভয়াবহ পালটা হামলায় টিকতে না পেরে ভারতের সেনাবাহিনী পিছু হটেছে।

একপর্যায়ে তারা পরাজয় স্বীকার করে কাশ্মির বিভাজনকারী সীমান্তের একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছে। এমন দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। খবর আলজাজিরার।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই দাবি করেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মির বিভাজনকারী সীমান্তের একটি সামরিক চৌকিতে ভারতীয় সেনারা সাদা পতাকা উড়িয়েছে। যুদ্ধের সময় সাদা পতাকা সাধারণত আত্মসমর্পণের প্রতীক হিসেবে বিবেচিত হয়।