পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যুআওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে নতুন কর্মসূচি শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা তীব্র গরমে থাকবে আরও ২ দিনচালের দাম আরও কমেছে, ডিম-সবজির বাজার চড়ানতুন বই উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
No icon

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে নতুন কর্মসূচি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামীকাল শনিবার সারাদেশের বিভিন্ন পয়েন্টে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।আজ শুক্রবার রাত ১১টায় শাহবাগে চলমান আন্দোলনে এই ঘোষণা দেন তিনি।হাসনাত বলেন, আগামীকাল শনিবার তিনটায় শাহবাগে গণজমায়েত ঘোষণা করছি। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে। দেশের প্রত্যেকটি পয়েন্টে যেখানে জুলাই গণঅভ্যুত্থানে ব্লক করা হয়েছিল সেসব পয়েন্টে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে।তিন দফা দাবি উল্লেখ করে হাসনাত বলেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের তিন দফা হলো, জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে এর অঙ্গসংগঠনসহ নিষিদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করতে হবে।বক্তব্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা সরকারের আর কোনো গড়িমসি সহ্য করতে চাই না। দিনের পর দিন যদি শাহবাগে থাকতে হয় তাহলে আমরা এখানে আছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে যেভাবে আমরা একতাবদ্ধ হয়েছিলাম সেভাবে আবার রাস্তায় নেমে আসুন। আমাদের ভাইদের যে মনোবল আছে আমরা দিনের পর দিন প্রয়োজন হলে এখানে অবস্থান করবো কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না।