মেঘলা থাকতে পারে ঢাকার আকাশকোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল্য নিশ্চিতে প্রধান উপদেষ্টার নির্দেশভারতের বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে পাকিস্তানআজ থেকে কর্মবিরতিতে পৌনে ৪ লাখ শিক্ষকখালেদা জিয়া কাল দেশে ফিরছেন
No icon

পাকিস্তানের করাচিতে তুরস্কের যুদ্ধজাহাজ

পাকিস্তানের মনোবল বাড়াতে তুরস্কের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ করাচির একটি বন্দরে পৌঁছিয়েছে। তবে এগুলো কী পেলোড নিয়ে এসেছে। তা স্পষ্ট নয়।

রোববার আঙ্কারা থেকে করাচিতে এফ-৪ সহ আরও ৬টি যুদ্ধজাহাজ পৌঁছে। তুরস্ক ও পাকিস্তান দুই দেশ এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে অধিকৃত কাশ্মীর সীমান্ত এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে পাকিস্তানের যুদ্ধবিমান। ধারণা করা হচ্ছে- ভারতের সঙ্গে আসন্ন সংঘাতকে বিবেচনায় রেখে সামরিক সহায়তা পাঠিয়ে থাকতে পারে তুরস্ক।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহালগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোকেই দায়ী করেছে।