৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাসশিল্পে গ্যাসের নতুন দরের ঘোষণা বিকেলেপহেলা বৈশাখে রাজধানীর যেসব এলাকায় যান চলাচল বন্ধ থাকবেদ্রুত নির্বাচনের দাবিতে মাঠে নামছে বামপন্থিরারাজধানীতে ঝোড়ো হওয়া-বজ্রসহ বৃষ্টির আভাস
No icon

যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত, নিহত ৩

মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনের ব্যবধানে আবারও বিমান দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিনজন মারা গেছেন।স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের বোকা রাতোন বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ ঘটনা নিশ্চিত করে বলা হয়, দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাঁর অবস্থা গুরুতর নয়।সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি একটি মহাসড়কের ওপর পড়ে আছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বিমানটিতে কমপক্ষে তিনজন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক ছিলেন। বিকেল সোয়া তিনটার দিকে বেল ২০৬ লংরেঞ্জার হেলিকপ্টারটি নিউইয়র্ক সিটি এবং নিউ জার্সির মধ্যকার নদীতে পড়ে যায়।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি হেলিকপ্টার পানিতে আংশিকভাবে ডুবে আছে এবং জরুরি কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।ফ্লাইটরাডার২৪ এর মতে, হেলিকপ্টারটি ম্যানহাটন থেকে ছেড়ে এসেছিল বলে তাদের ধারণা। হেলিকপ্টারটিতে থাকা ছয়জনের সবাই মারা গেছেন বলে একজন জানান।