যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদইসরাইলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান আয়াতুল্লাহ আলি খামেনির নেপালে জেন জি বিক্ষোভে নিহত বেড়ে ১৪, আহত ৫০ইসরাইলি গণহত্যায় নিশ্চিহ্ন ২৭০০ ফিলিস্তিনি পরিবারদুপুরের মধ্যে ঢাকায় হালকা বৃষ্টির আভাস
No icon

যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২

গাজায় ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি চলছে। এ অবস্থাতেই ফের ফিলিস্তিনের গাজায় হামলা হয়েছে। গাজা শহরের পূর্ব অংশে বেসামরিক লোকদের সমাবেশ লক্ষ্য করে স্থানীয় সময় শুক্রবার (৭ মার্চ) ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।হাসপাতাল সূত্রের বরাতে বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদেনে এসব তথ্য জানিয়েছে।প্রতিবেদন বলছে, আল-শুজাইয়া পাড়ার আল-মুতাসিম মসজিদের কাছে তাঁদের হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন, একটি ইসরায়েলি ড্রোন ওই এলাকায় হামলা চালিয়েছে।গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তি কার্যকর রয়েছে। এর ফলে গাজায় বন্ধ থাকার কথা সব ধরনের হামলা। গাজা যুদ্ধে ৪৮ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। উপত্যকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও প্রায়ই গাজায় ইসরায়েলি হামলার খবর পাওয়া যাচ্ছে। এতে প্রাণহানির ঘটনাও ঘটছে। এসব বিষয়ে স্পষ্ট ব্যাখা আসেনি ইসরায়েলের পক্ষে।আনাদোলু বলছে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সামরিক অভিযানের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও মুখোমুখি।