খালেদা জিয়ার রোগমুক্তির জন্য জবি ছাত্রদলের দোয়া মাহফিলকুয়াশা ও তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অধিদপ্তরগাজা গণহত্যা বন্ধে ব্যর্থতার দায় নিয়েই বিদায় বাইডেনেরসুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টাকুড়িগ্রামে শীতে জনজীবন বিপর্যস্ত
No icon

ইসরাইল  যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে হামাসও বসে থাকবে না

হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য মোহাম্মদ নাজ্জাল জানিয়েছেন, গাজায় দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনে ইসরাইল তাদের সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েই আলোচনার মাধ্যমে সমঝোতার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। ইসরাইল এই যুদ্ধে তিনটি মূল লক্ষ্য নির্ধারণ করেছিল। সেগুলো হলো- জিম্মিদের মুক্তি, হামাসের প্রতিরোধ ক্ষমতাকে গুড়িয়ে দেওয়া এবং গাজা পুরোপুরি দখল করা।

মোহাম্মদ নাজ্জালের মতে, ইসরাইল তার এই লক্ষ্যগুলো অর্জন করতে পারেনি। তিনি বলেন, ‘তারা সামরিক অভিযানের মাধ্যমে বন্দিদের মুক্ত করতে পারেনি এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে নিতে বাধ্য হয়েছে’। রোববার গাজায় যুদ্ধবিরতি কার্যকরের অংশ হিসেবে প্রথম পর্যায়ের বন্দি বিনিময়ের শর্ত হিসেবে প্রথম দিনে ৩ জন ইসরাইলি জিম্মি ও ৯০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তি পান। এ নিয়ে সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন হামাস নেতা মোহাম্মদ নাজ্জাল।