সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, আগে রোডম্যাপবাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তাগাজায় ইসরায়েলি হামলায় আরও ৫২ ফিলিস্তিনি নিহতসকালের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা
No icon

জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতির নিঃশর্ত প্রস্তাব পাস

ফিলিস্তিনের গাজায় নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। ইউএনআরডব্লিউএ-এর সমর্থনে একটি আলাদা প্রস্তাবও পাস হয়েছে। ইসরায়েল এই সংস্থাটিকে তাদের দেশে নিষিদ্ধ করার জন্য আইন করেছে।

বুধবার সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে, গাজা অঞ্চলে অবিলম্বে নিঃশর্তে স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। কর্মকর্তাদের মতে, গত এক বছরের বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে গাজায় ৪৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এদিনের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ১৫৮টি দেশ ভোট দিয়েছে, বিপক্ষে ৯টি দেশ এবং ১৩টি দেশ ভোটদানে বিরত ছিল। প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধবিরতি অবিলম্বে ঘোষণা করতে হবে এবং বন্দিদের মুক্তি দিতে হবে।

আরেকটি প্রস্তাবও পাস হয়েছে, যেখানে ফিলিস্তিনি উদ্বাস্তুদের নিয়ে জাতিসংঘের ইউএনআরডব্লিউএ সংগঠনের সমর্থনে ১৫৯টি দেশ ভোট দিয়েছে, ইসরায়েল, যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশ এর বিপক্ষে ভোট দিয়েছে, এবং ১১টি দেশ ভোটদান থেকে বিরত ছিল। এই প্রস্তাবে ইউএনআরডব্লিউএ নিয়ে ইসরায়েলের আইনটির নিন্দা করা হয়েছে এবং ইসরায়েলকে সংগঠনটির কাজের ওপর কোনো বাধা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাব পাস করার আগে জাতিসংঘের সদস্য দেশগুলোর বেশিরভাগই ফিলিস্তিনের সমর্থনে বক্তব্য রেখেছে। জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর বলেছেন, "গাজা এখন মানবতার যন্ত্রণার চিহ্ন হয়ে দাঁড়িয়েছে"। স্লোভেনিয়ার প্রতিনিধি বলেছেন, "গাজা আর অবশিষ্ট নেই, তা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে"। আলজেরিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর বলেছেন, "ফিলিস্তিনের দুরবস্থা নিয়ে নিশ্চুপ থাকার জন্য বড় মূল্য দিতে হবে"।

তবে এই প্রস্তাবকে অনেকেই প্রতীকী মনোভাব হিসেবে দেখছেন, কারণ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এটি প্রত্যাখ্যান করেছে। এছাড়া, এই প্রস্তাব মানার জন্য ইসরায়েলের উপর কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। তবে রাজনৈতিকভাবে এটি একটি চাপ সৃষ্টি করেছে, কারণ অনেক দেশ যখন কোনো প্রস্তাবের পক্ষে ভোট দেয়, তখন সেটি বৈশ্বিক মতামতের প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।