দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ যেসব প্রস্তাব চূড়ান্ত করল বিএনপিইউক্রেন যুদ্ধ বৈশ্বিক যুদ্ধে রূপ নিচ্ছে: পুতিনগুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব৫ দেশ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সতর্কতাইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত ৫৯
No icon

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও চুক্তিটিকে আইনে পরিণত করেছেন। এর মাধ্যমে নির্ধারিত হয়েছে যে, কোনো পক্ষ যুদ্ধে জড়ালে অপর পক্ষ সেই দেশকে প্রয়োজনীয় সকল উপায় ব্যবহার করে তৎক্ষণাৎ সামরিক এবং অন্যান্য সহায়তা প্রদান করবে। 

গত জুনে রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এবার অনুমোদন করেছে উত্তর কোরিয়া। এ চুক্তিতে সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে উভয়পক্ষ একে অপরকে সহায়তা করবে বলে জানানো হয়েছে। আজ স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ তথ্যটি জানায়। খবর বিবিসি।