ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যুযেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারেবায়তুল মোকাররমের নতুন খতিব আবদুল মালেকঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পআগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আভাস
No icon

ইউক্রেনকে আরও সাড়ে ৪২ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

বুধবার এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, এই সহায়তা প্যাকেজে বিমান প্রতিরক্ষাব্যবস্থা, সাঁজোয়া যান, গোলাবারুদসহ প্রয়োজনীয় সব যুদ্ধাস্ত্র রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে আমেরিকান জনগণ, বাইডেন ও কংগ্রেসকে কৃতজ্ঞতা জানিয়েছেন জেলেনস্কি। ওই পোস্টে, যুদ্ধে বিজয়লাভের জন্য কিয়েভের পাঁচ দফা পরিকল্পনা নিয়ে বাইডেনের সঙ্গে আলাপের কথাও জানিয়েছেন তিনি।

জেলেনস্কি আরও বলেন, ‘আমি বাইডেনকে সম্মিলিতভাবে অস্ত্র উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছি। এসময় ইউক্রেনীয় সেনাদের অতিরিক্ত প্রশিক্ষণের গুরুত্ব নিয়েও কথা বলেছি আমরা।’ রাশিয়াকে কূটনীতির পথে আসতে বাধ্য করতে ইউক্রেনকে শক্তিশালী করতে প্রস্তুত থাকার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি।