১৭ জেলায় ঝড়ের আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতইসরায়েলি বিমান হামলায় বৈরুতে পাঁচজন নিহতযুক্তরাষ্ট্রে ২ লাখ ডলারে লবিস্ট নিয়োগ জয়েরআজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসাবেক খাদ্যমন্ত্রী সাধন মজুমদার গ্রেপ্তার
No icon

ইজ়রায়েলের অস্তিত্বই শেষ হয়ে যাবে : আয়াতোল্লা আলি খামেনেই

পাঁচ বছর পরে শুক্রবারের জুম্মার নমাজের খুতবায় (পাঠ করানোর অনুষ্ঠান) অংশ নিলেন তিনি। আর তেহরানের সেই অনুষ্ঠানেই ইজ়রায়েলের বিরুদ্ধে তোপ দাগলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। বললেন, ‘‘ইরান, প্যালেস্টাইন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক।’’ ইজ়রায়েলই যে সেই ‘শত্রু’ সে কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। বলেছেন, ‘‘ইজ়রায়েলের অস্তিত্বই আর থাকবে না।’’ গত বছরের ৭ অক্টোবর গাজ়া ভূখণ্ড থেকে সশস্ত্র প্যালেস্টাইনি সংগঠন হামাসের হামলাকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে আয়াতোল্লা বলেন, ‘‘৭ অক্টোবর হামাসের হামলা পুরোপুরি ন্যায্য ছিল।’’ জায়নবাদী শক্তির (ইজ়রায়েল) বিরুদ্ধে লেবাননে সদ্যনিহত হিজ়বুল্লা প্রধান হাসান নাসরল্লা এবং তাঁর অনুগামীদের উজ্জ্বল ভূমিকা ছিল বলেও জানিয়েছেন আয়াতোল্লা। তিনি বলেন, ‘‘নাসরল্লা আজ আমাদের মধ্যে নেই। কিন্তু তাঁর সংগ্রাম আমাদের অনুপ্রেরণা জোগাবে।’’