ভয়াবহ বন্যার মাঝেই ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্ড ডু সুলে গতকাল শুক্রবার ফের বৃষ্টিপাত দেখা দিয়েছে। এতে রাজ্যটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১২৬ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক কোটির বেশি জনসংখ্যার রাজ্যটি ঝড় ও বন্যার কবলে পড়েছে। ইতিমধ্যে ঘরছাড়া হয়েছেন তিন লাখ ৪০ হাজার মানুষ, নিখোঁজ রয়েছেন ১৪১ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে স্থানীয় নদী ও লেকের পানি সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বন্যার কারণে রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হয়েছে। সেইসঙ্গে কিছু এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাব দেখা দিয়েছে। শুক্রবার দেশটির সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বলা হয়েছে, বন্যায় ক্ষতির মুখে পড়েছে অন্তত ২০ লাখ মানুষ। রাজ্য সরকার জানিয়েছে, তিন লাখ ৮৫ হাজার মানুষ পানির পরিষেবা পাচ্ছে না, অন্যদিকে অন্তত ২০টি শহরে টেলিকম সেবা নেই।