১৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী খালেদা জিয়াকে ওমরাহ’র আমন্ত্রণ জানিয়েছে সৌদি যুবরাজতিতাসে গ্রাহক ভোগান্তি বাড়ছেসকালে কুয়াশা দুপুরে কড়া রোদ, ক্ষতির মুখে চাষিআদানি ইস্যুতে পার্লামেন্টে তুমুল হট্টগোল
No icon

প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু

অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ জন ফিলিস্তিনি শিশু। ইসরায়েলি আগ্রাসনে নারী নিহতের সংখ্যা উল্লেখ করে শুক্রবার  এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ)।  গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি নারী নিহতের পরিসংখ্যান প্রকাশ করে ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ হাজার ফিলিস্তিনি নারী।নিহতদের মধ্যে অনেকেই মা। সেখানে গড়ে প্রতিদিন ৩৭ জন শিশু তাদের মা হারাচ্ছে।ইউএনআরডব্লিউএ আরও জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় পানি শূন্যতায় ভুগছেন এক লাখ ৫৫ হাজার অন্তঃসত্ত্বা নারী।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৪ হাজার ৬২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৭ হাজার ৮৬৭ জন।