ফিলিস্তিনের গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক আজই ছিন্ন করতে যাচ্ছে কলম্বিয়া। স্থানীয় সময় বুধবার এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জড়ো হওয়া মানুষের সামনে তিনি বলেন, তার দেশ বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। পেত্রো তার ঘোষণায় বলেন, ‘আপনাদের সামনে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছেন যে, আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কগুলো বৃহস্পতিবার ছিন্ন করব..’। তিনি ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে গণহত্যাকারী বলে আখ্যা দেন।
সূত্র : রয়টার্স