১৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী খালেদা জিয়াকে ওমরাহ’র আমন্ত্রণ জানিয়েছে সৌদি যুবরাজতিতাসে গ্রাহক ভোগান্তি বাড়ছেসকালে কুয়াশা দুপুরে কড়া রোদ, ক্ষতির মুখে চাষিআদানি ইস্যুতে পার্লামেন্টে তুমুল হট্টগোল
No icon

তফসিল ঘোষণার আগে হঠাৎ নির্বাচন কমিশনারের পদত্যাগ

ভারতে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণার কয়েকদিন আগে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনার অরুন গোয়েল। ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল শনিবার তিনি পদত্যাগ করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণার আর কয়েক দিন বাকি।এমন সময় পদত্যাগ করলেন অরুন। প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) তিন সদস্যের কমিশনার বেঞ্চের মধ্যে গত মাসে একজন অবসরে যান। ফলে এখন শুধু প্রধান নির্বাচন কমিশনার রাজিব কুমারই নির্বাচন সামলানোর দায়িত্বে আছেন।পদত্যাগপত্র ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠিয়ে দিয়েছেন অরুন। তা গৃহীতও হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অরুন। তারা আরও বলেন, পদত্যাগ না করতে তাকে রাজি করানোর চেষ্টা করেছিল সরকার। তবে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি।অরুন ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (আইএএস) ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২২ সালের ১৮ নভেম্বর স্বেচ্ছায় অবসরে যান। একদিন পরই তাকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। অরুন ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করতে পারতেন। প্রধান বিচারপতি হিসেবে রাজিব কুমারের স্থলাভিষিক্ত হতে পারতেন তিনি। আগামী বছরই রাজিব কুমারের মেয়াদ শেষ হতে যাচ্ছে।