ফরিদপুরে বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১১গরমে বাড়ছে ডায়রিয়া, জ্বরবিভিন্ন স্থানে শিলাবৃষ্টির পূর্বাভাসআজ থেকে স্বাভাবিক নিয়মে চলবে ব্যাংকের লেনদেনইরানে পাল্টা হামলার সিদ্ধান্ত ইসরায়েলের
No icon

উত্তরপ্রদেশে ভারি বৃষ্টিতে দেয়ালধসে নিহত ৯

ভারতের উত্তরপ্রদেশে ভারি বৃষ্টিপাতের পর দেয়ালধসে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনৌতে ভারি বৃষ্টিপাতের কারণে এ ঘটনা ঘটেছে।প্রতিবেদনে বলা হয়, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দেয়ালধসের পর উদ্ধারকারি দল সেখানে পৌঁছে আর কেউ আটকে বা চাপা পড়ে আছে কিনা তা খতিয়ে দেখছে।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের জন্য চার লাখ এবং আহতদের চিকিৎসার জন্য দুই লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

উত্তরপ্রদেশের যুগ্ম পুলিশ কমিশনার পীযূষ মোর্দিয়ার বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কিছু শ্রমিক দিলকুশা এলাকায় একটি আর্মি ছিটমহলের বাইরে কুঁড়েঘর তৈরি করে বাস করছিলেন। রাতভর প্রবল বৃষ্টির কারণে আর্মি ছিটমহলের সীমানাপ্রাচীর ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।তিনি বলেন, আমরা বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ধ্বংসস্তূপ থেকে ৯টি লাশ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।