আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কি না কিংবা ভোটকেন্দ্রে নির্বিঘ্নে গিয়ে ভোট দেওয়া যাবে কি না, তা নিয়ে ভোটাররা এখনো শঙ্কিত বলে দাবি করেছেন ঢাকা-৯ আসনের প্রার্থী তাসনিম জারা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হওয়া এই নারী গণসংযোগের সময় এমন বার্তাই পাচ্ছেন বলে জানিয়েছেন। আজ বুধবার রাজধানীর বাসাবো বৌদ্ধমন্দির এলাকায় নির্বাচনী গণসংযোগে ছিলেন তিনি।
সেখানে নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাসনিম জারা বলেন, ‘নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে। আমরা জানি যে তফসিল ঘোষণার পরের দিনই ওসমান হাদি গুলিবিদ্ধ হন। যাঁরা গুলি করেছেন, সেই ব্যক্তিরা কিন্তু গ্রেপ্তার হননি এখনো। ভোটাররা অনেকেই শঙ্কা প্রকাশ করছেন যে ভোটটা সুষ্ঠু হবে কি না? তাঁরা নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারবেন কি না?’