সারাদেশে আজ দুই কোটির বেশি (২ কোটি ২২ লাখ) শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। যাদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি প্রায় ২৭ লাখ শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি প্রায় এক কোটি ৯৫ লাখ শিশুকে লাল রঙের একটি ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।দিনব্যাপী এ কার্যক্রমে সারাদেশে সরকারি-বেসরকারি ৪০ হাজার স্বাস্থ্যকর্মী ও দুই লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে জানা যায়, সকাল সাড়ে ৮টায় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) কার্যালয়ে এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করবেন।একই সময় সব বিভাগ, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের প্রধান স্বাস্থ্য কর্মকর্তারা নিজ নিজ টিকাকেন্দ্রে এ কার্যক্রম উদ্বোধন করবেন। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত কেন্দ্রে আসা শিশুদের একটি করে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার প্রায় এক হাজার ২২৪ কেন্দ্রে আজ ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে না।গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম এ তথ্য জানান।তিনি বলেন, আজ সারাদেশে প্রায় এক লাখ ২০ হাজার কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। কিন্তু উপকূলের যেসব এলাকায় বন্যা আক্রান্ত হয়েছে সেখানে আপাতত কার্যক্রম বন্ধ থাকবে। অবস্থা ভালো হলে তাদের এ ক্যাপসুল দ্রুতই খাওয়ানো হবে।ভিটামিন এ ক্যাপসুলের উপকারিতা প্রসঙ্গে তিনি বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেলে শিশুর অন্ধত্ব প্রতিরোধ হয়। শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। এ ছাড়া হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমে।তিনি আরও বলেন, ক্যাম্পেইনে ৬ মাস পূর্ণ বয়সি শিশুদের মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বার্তা প্রচার করা হবে।