ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় আজ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘিরে দেশের বিভিন্ন স্থানে গাড়ি, অফিসে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার রায়কে ঘিরে ঢাকায় সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। ঢাকার আশপাশের জেলাতেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যৌথ বাহিনীর সঙ্গে মাঠে কাজ করছে বিজিবি। ঝটিকা মিছিল থেকে গতকাল রাজধানীতে আরও ১০ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, নিরাপত্তা শঙ্কা নেই। তবে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।এদিকে গতকাল সন্ধ্যায় ঢাকার কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বগুড়া ও শেরপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করা হয়েছে। সিলেটে হাসপাতালে ঢুকে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বাস ও কার্ভাড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়া হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম গতকাল আমাদের সময়কে বলেন, এলাকাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ঝুঁকিপূর্ণ এলাকায় রবিবার বিকাল থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। থানা পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থা সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।
মোটরসাইকেল পেট্রল সার্বক্ষণিক কাজ করছে। সাইবার স্পেসে উসকানি ও গুজবরোধে ডিএমপির টিম সার্বক্ষণিক কাজ করছে। এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। তবে নগরবাসীর নিরাপত্তার ক্ষেত্রে আমরা সতর্ক অবস্থায় রয়েছি।ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরের সার্বিক নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।সংশ্লিষ্টরা জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ঘোষণার নির্ধারিত দিন ছিল ১৩ নভেম্বর। সেদিন লকডাউন কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ৭ নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়। আজ সোমবার এ মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনলাইনে আবার কর্মসূচির কথা বলছে। এর মধ্যে রাজধানীসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যাই হোক না কেন, তা কার্যকর হবে। এ নিয়ে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হলে তা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে।রাজধানীর কারওয়ানবাজার মোড়ে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। তেজগাঁও থানা পুলিশ বলছে, ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে কলাবাগান থানা এলাকায়। আর কলাবাগান থানা বলছে, ঘটনাস্থলটি তেজগাঁও থানা এলাকার মধ্যে পড়েছে।