গাজায় যুদ্ধবিরতি কার্যকরজুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে ১৫ অক্টোবরবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজঅনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে?৪৯তম বিসিএস পরীক্ষা আজ
No icon

প্রার্থী বাছাইয়ে ব্যস্ত বিএনপি

আগামী ফেব্রুয়ারি টার্গেট করে দেশে এখন নির্বাচনি হাওয়া বিরাজ করছে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে পুরোপুুরি ব্যস্ত সময় পার করছে বিএনপি। এরই মধ্যে দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে। দলটির উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছেন, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ সম্ভাব্য দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হতে পারে। এরপর ধাপে ধাপে সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে দলের মনোনয়ন বোর্ড চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করবে।এদিকে নির্বাচন ঘিরে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সংস্কারসহ বাস্তবভিত্তিক সবকিছু সংযোজন করে সময়োপযোগী ইশতেহার তৈরির কাজও শুরু করেছে বিএনপি। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে ইশতেহারকে গণমুখী আধুনিকায়ন করা হচ্ছে। এ ক্ষেত্রে ৩১ দফা সংস্কার প্রস্তাবকে প্রাধান্য দিয়ে তা করা হচ্ছে। দলের কয়েকজন সিনিয়র নেতা এবং জাতীয়তাবাদী কয়েকজন বুদ্ধিজীবী, সাবেক আমলা, কূটনীতিক ও অর্থনীতিবিদ এই ইশতেহার প্রণয়নের কাজ করছেন।প্রার্থী বাছাই শুরু : নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাইপ্রক্রিয়ায় গতি এনেছে বিএনপি। সেই লক্ষ্যে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে। একই সঙ্গে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণকারী মিত্রদলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও কাজ করছে তারা।

দলটির শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন, অক্টোবরের মধ্যেই আসনভিত্তিক প্রাথমিক তালিকা চূড়ান্ত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি মিত্রদলগুলোকেও সম্ভাব্য প্রার্থীদের তালিকা জমা দিতে বলা হয়েছে।মনোনয়নের ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে দলের নেতাদের ভূমিকা, জনসম্পৃক্ততা ও সাংগঠনিক ত্যাগ গুরুত্ব পাবে। পাশাপাশি দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে বিএনপির সহযোদ্ধা হিসেবে মাঠে থাকা মিত্রদলগুলোর ত্যাগী নেতাদেরও দলীয় মনোনয়নে বিবেচনা করা হচ্ছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসনভিত্তিক গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর টানা দুই দিন ঢাকার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন। সিরাজগঞ্জ, জয়পুরহাট, রাজশাহী, পাবনা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধার একাধিক প্রার্থী পৃথকভাবে সাক্ষাৎকার দেন। একই আসনে একাধিক প্রার্থীকে ডেকে তাঁদের বক্তব্য শুনেছেন শীর্ষনেতারা। সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা প্রার্থীদের জানান, চূড়ান্ত মনোনয়ন যাঁকেই দেওয়া হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করতে হবে। এই সাক্ষাৎকার ধারাবাহিকভাবে চলবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। সাক্ষাৎকারে জয়পুরহাট-১, জয়পুরহাট-১ ও ২, রাজশাহী-৫, সিরাজগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাক্ষাৎকার নেওয়া হয়। এ ছাড়া ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত গুলশানে সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে ময়মনসিংহ জেলার বিভিন্ন আসনের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের পৃথক সাক্ষাৎকার ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। আর আগে বরিশাল, কুমিল্লা, রাজশাহী অঞ্চলের বেশ কিছু আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বিএনপির দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ ও সাংগঠনিক নেতারা কথা বলেছেন।