ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসদেশে গণভোট কতবার এবং কেমন হয়েছিলকাল থেকেই কার্যকর এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতানির্বাচন ফেব্রুয়ারিতে আয়োজন সম্ভব নয়: নাহিদ ইসলামআজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
No icon

আজ নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার কমিশন সভায় নির্বাচনী রোডম্যাপ বা কর্মপরিকল্পনার অনুমোদন দেওয়া হয়। এর পর ইসি সচিব আখতার আহমেদ বলেন, আমরা যে কর্মপরিকল্পনাটি করেছি, সেটার জন্য কালকে (আজ বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করুন।এই রোডম্যাপ প্রকাশের মধ্য দিয়ে ইসির কর্মপরিকল্পনা দেশ ও জাতির কাছে তুলে ধরা হবে। নির্বাচন নিয়ে সব ধরনের ধোঁয়াশাও কেটে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, রোডম্যাপ প্রকাশের পর কাজের প্রতি দায়বদ্ধতা বেড়ে যাবে ইসির। এ ছাড়া কর্মপরিকল্পনা সামনে থাকলে যে কোনো কাজ গুছিয়ে নেওয়া সহজ হয়।অবশ্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এটিকে রোডম্যাপ বলতে নারাজ। তিনি রাজশাহীতে এক অনুষ্ঠানে বলেছেন, আমাদের কর্মপরিকল্পনাকে অনেকে বলছে রোডম্যাপ । আমাদের কাজগুলোর মধ্যে কবে কোনটা শেষ হবে, তার সূচি থাকবে এ কর্মপরিকল্পনায়।

রোডম্যাপে যা থাকছে

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, যা ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সীমানা নির্ধারণ, নির্বাচন পযবেক্ষক, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কার, বিধিমালা ও নীতিমালা জারি, প্রবাসীদের জন্য আইটি সাপোর্টেড নিবন্ধন ও পোস্টাল ব্যালট পদ্ধতি, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা ইত্যাদি বিষয় তুলে ধরা হয় রোডম্যাপে। এগুলোর মধ্যে সীমানা নির্ধারণের ওপর দাবি-আপত্তির শুনানি শেষ। এখন চূড়ান্ত খসড়া আসনের তালিকা প্রকাশ করা হবে।এ ছাড়া সংলাপ, মতবিনিময়, বৈঠক, ব্রিফিং, প্রশিক্ষণ, মুদ্রণ, বাজেট বরাদ্দ, আইটি-ভিত্তিক প্রস্তুতি, প্রচার, সমন্বয় সেল, আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে যাবতীয় কর্মপরিকল্পনা মাথায় রেখে উল্লেখযোগ্য খাত ও বাস্তবায়নসূচি রয়েছে রোডম্যাপে। পাশাপাশি আগামী ৩০ অক্টোবরের মধ্যে ভোটকেন্দ্র স্থাপনের কাজ শেষ করতে চায় ইসি। এর পর নভেম্বরের মধ্যে আসনভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পরিকল্পনা করেছে ইসি।গতকাল বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি ও চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ কর্মপরিকল্পনা সংক্রান্ত বৈঠক করেন। এর পর রোডম্যাপের বিষয়ে ইসি সচিব সাংবাদিকদের প্রশ্নে বলেন, আমাদের এটার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এটা আমরা বুঝি। আপনারা কাল (আজ বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করুন।