যুদ্ধবিরতি সম্পর্কে ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেলো হামাসঝুম বৃষ্টিতে স্বস্তি ফিরলো সিলেটেজলবায়ু পরিবর্তনজনিত কতটা ঝুঁকিতে বাংলাদেশতানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫মাসের শুরুতে বৃষ্টির আভাস, গরম কমা নিয়ে সংশয়
No icon

বায়ুদূষণে বিশ্বে চতুর্থ ঢাকা

বায়ুদূষণ কবলিত শহরের তালিকায় আজ মঙ্গলবার চতুর্থ স্থানে রয়েছে রাজধানী ঢাকা। অর্থাৎ বিশ্বের মাত্র ৩টি শহরের বাতাস ঢাকার চেয়ে দূষিত।বায়ুমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার বায়ুমান ছিল ১৮২। একিউআই অনুসারে, এই পয়েন্ট নির্দেশ করে যে ঢাকার বাতাসের নাম অস্বাস্থ্যকর ।এই সময়ে দূষণের শীর্ষে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। একিউআই সূচকে এই শহরের বায়ুমান ২২৭ পয়েন্ট। এছাড়া ১৯৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর। আর তৃতীয় স্থানে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের বায়ুমান ১৮৮ পয়েন্ট।কোনো শহরের বাতাসের গুণাগুণ যদি ০ থেকে ৫০ পয়েন্টের মধ্যে থাকে তাহলে তা ভালো ৫১ থেকে ১০০ র মধ্যে থাকলে সন্তোষজনক ১০১ থেকে ২০০ পয়েন্টের মধ্যে থাকলে অস্বাস্থ্যকর ২০১ থেকে ৩০০ র মধ্যে থাকলে চরম অস্বাস্থ্যকর ৩০১ র উপরে থাকলে বিপর্যয়কর।বিশ্বের অন্যান্য অনেক বড় শহরের মতো ঢাকাতেও বায়ু দূষণ প্রায় চিরস্থায়ী সমস্যায় রূপ নিচ্ছে। গত বেশ কয়েক বছর ধরে শীতকালে নিয়মিত বায়ু দূষণের শিকার হচ্ছেন ঢাকাবাসী। গ্রীষ্ম ও বর্ষাকালে অবশ্য এই দূষণ পরিস্থিতি থাকে না।