মে’র শুরুতেই শেখ হাসিনার বিচার: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশরাখাইনের জন্য করিডোর দিতে সম্মত বাংলাদেশনতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশদেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
No icon

নিয়মের বাইরে যাওয়া সব ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

রাজধানী ঢাকায় বিভিন্ন সময় অনুমতিবিহীন গড়ে তোলা হয়েছে সাড়ে তিন হাজারের অধিক ভবন। সম্প্রতি এসব অবৈধ ভবনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)

এরই ধারাবাহিকতায় অনুমতি না নেওয়ায় হুইল এক্সকাভেটর দিয়ে একটি নির্মাণাধীন বিশাল ভবন গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রবিবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরখানের মাদারবাড়ী বালুর মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়। এ ছাড়া আরো বেশ কয়েকটি স্থাপনা ভেঙে দিয়েছে রাজউক। 

অনুমতিহীন অবৈধ এসব ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম  বলেছেন, ‘শুধু একটি-দুটি ভবন নয়। নিয়মের বাইরে যাওয়া সব ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইনগত কোনো বাধা না থাকলে সব অবৈধ ভবন ভাঙা হবে।’

জানা যায়, উত্তরখানের মাদারবাড়ী বালুর মাঠ এলাকার ভবনটি ব্যক্তি মালিকানাধীন জমিতেই নির্মাণ করা হচ্ছিল।