দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাসঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে চিঠি মোদিরঈদের ছুটিতে পর্যটক আসতে শুরু করেছে কক্সবাজারেবায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত সকাল ৭টায়দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
No icon

আবেদন ছাড়াই প্রথম শ্রেণির কর্মকর্তা

শিক্ষাগত যোগ্যতার সনদ ভুয়া, নির্ধারিত সময়ের পর আবেদন ও চার বছর পরের পে-অর্ডার জমাসহ নানা অনিয়ম করে প্রথম শ্রেণির কর্মকর্তা পদে চাকরি পেয়েছিলেন পাঁচজন। এমনকি তাদের মধ্যে কেউ মাদক কারবারে দণ্ডপ্রাপ্ত। কেউ আবার চাকরির জন্য আবেদনই করেননি। দলীয় বিবেচনায় তবুও জুটেছে চাকরি নামের সোনার হরিণ। এমন তুঘলকি কাণ্ড ঘটেছে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি)। এ বিশেষ কর্মকর্তাদের নিয়োগের অনিয়ম ঢাকতে ধারাবাহিকভাবে অনিয়ম করে তৎকালীন প্রশাসন। কিছুদিন পর অনিয়ম ধরা পড়ে। এতে তাদের চাকরিও চলে যায়।পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করে তাদের বিরুদ্ধে এসবের প্রমাণ পেয়ে মামলা করে। আদালত থেকেও তাদের পুনর্নিয়োগ দেওয়ার ব্যাপারে স্থগিতাদেশ দেওয়া হয়। রয়েছে অডিট আপত্তিও। বিস্ময়কর হলেও সত্য, এত কিছুর পর ১৩ বছরের মাথায় পাঁচ কর্মকর্তার মধ্যে দু জন সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ফের যোগদান করেছেন। আরেকজন যোগদান করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন দিয়েছেন। চতুর্থজন ঢাকা উত্তর সিটি করপোরেশনে মাস্টাররোলে (অস্থায়ী) কর্মরত। এ ঘটনায় রাজধানীর দুই নগর ভবনে চলছে আলোচনা-সমালোচনা। কর্মকর্তারা বলছেন, দলীয় প্রভাব বিস্তার করে ও ডিএসসিসির শীর্ষ কর্মকর্তাদের খুশি করে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন তারা।

অবশ্য ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা সমকালকে বলেন, তারা যোগ দিলেই তো হবে না। বর্তমানে ডিএসসিসিতে কোনো প্রশাসক নেই। নতুন প্রশাসক এলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে।অনিয়মের মাধ্যমে চাকরি পাওয়া ওই পাঁচ কর কর্মকর্তা হলেন সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের (বিএনপিপন্থি) সাবেক সভাপতি আমান উল্লাহ খানের ছেলে সাইফুল্লাহ, ডিসিসির সাবেক ডেপুটি মেয়র (বিএনপি) কামরুজ্জামান মিন্টুর ছেলে এসএম হাসানুজ্জামান, অবিভক্ত ডিসিসির ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপি দলীয় কমিশনার এডিএম মোস্তফা বাদশার ছেলে শামী ফয়সাল, বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়ার এপিএস মিজানুর রহমান ও আতাহার আলী খান। তাদের মধ্যে সম্প্রতি চাকরিতে যোগদান করেছেন শামী ফয়সাল ও এসএম হাসানুজ্জামান। আতাহার আলী খান যোগ দেওয়ার জন্য স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে আবেদন দিয়েছেন। মিজানুর রহমানের নিয়োগে অনিয়ম থাকলেও তাঁর শিক্ষাগত যোগ্যতার সনদ সঠিক থাকায় তাঁকে চাকরিতে পুনর্বহালের আদেশ দেন আদালত। এ অবস্থায় ডিএনসিসি তাঁকে মাস্টাররোলে চাকরি করার সুযোগ দেয়।

ডিএসসিসি, দুদকের অনুসন্ধান ও নিয়োগপ্রাপ্ত পাঁচজনের নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, ২০০৪ সালের ৭ জানুয়ারি বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করে ডিসিসি। এর মধ্যে পাঁচটি ছিল প্রথম শ্রেণির কর কর্মকর্তার পদ। ২০০৬ সালের ১৩ অক্টোবর কর কর্মকর্তা পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। চার দিন পর ১৮ অক্টোবর একই দিনে তাদের মৌখিক পরীক্ষা, নিয়োগ আদেশ জারি, নিয়োগপত্র প্রদান, বাছাই কমিটির মিটিং এবং নিয়োগদান প্রক্রিয়া সম্পন্ন করে ডিসিসি। মাত্র সাড়ে চার ঘণ্টায় এতগুলো কাজ শেষ করা হয়। বেশি তড়িঘড়ি করে এত কিছু করতে গিয়ে অনিয়মের অনেক প্রমাণ রয়ে যায়। এরপরই ফেঁসে যান নিয়োগপ্রাপ্তরা। মেয়র পদ থেকে সাদেক হোসেন খোকা দায়িত্ব ছাড়ার পর তৎকালীন প্রশাসক হিসেবে খলিলুর রহমান যোগ দেওয়ার পরই তদন্তে এসব অনিয়মের চিত্র বেরিয়ে পড়ে।