রাজধানীতে দুই দিনব্যাপী জাকাত ফেয়ার শুরুপ্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে কুয়েট শিক্ষার্থীরাঢাকা ও আশপাশের এলাকায় বজ্রবৃষ্টির শঙ্কারপ্তানিবান্ধব বৈদেশিক বিনিয়োগ ছাড়া রপ্তানি বহুমুখীকরণ হবে নাগাজায় ধ্বংসস্তূপে মিলল আরও ৭ ফিলিস্তিনির লাশ
No icon

রাজধানীতে দুই দিনব্যাপী জাকাত ফেয়ার শুরু

নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ত্রয়োদশ জাকাত ফেয়ার ২০২৫। অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন তা উদ্বোধন করেছেন।শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁও লিংক রোডস্থ আলোকি কমিউনিটি সেন্টারে সেমিনারটি শুরু হয়।সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত এ ফেয়ারের উদ্দেশ্য হচ্ছে সংগঠিত ও পরিকল্পিত উপায়ে জাকাত প্রদান, জাকাত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ এবং দারিদ্য বিমোচন সংক্রান্ত বিভিন্ন সংস্থার অভিজ্ঞতা বিনিময়।

প্রথম দিনের আলোচ্য বিষয় ছিল-

উদ্বোধনী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সেখ বশির উদ্দিন বলেন ‘বিগত বছরগুলোতে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। তবে আর্থিক বৈষম্য এখনও প্রকট। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, দেশে ১ কোটি ৮৭ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে।দেশে প্রায় ১৩% মানুষ ক্ষুধা নিয়ে ঘুমাতে যান। ইউএনডিপির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, দেশে প্রায় ৪ কোটি ১৭ লাখ মানুষ চরম 
দারিদ্র্যের মধ্যে বাস করছেন।বাণিজ্য উপদেষ্টা বলেন, ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন ও মানবিক মর্যাদাপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি। যেখানে অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠী ধাপে ধাপে স্বাবলম্বী হয়ে উঠে।তা টেকসই উন্নয়নের একটি সমন্বিত মডেল। নতুন বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশের জনগণের মধ্যে একটি বৈষম্যহীন, দরিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যে স্বপ্ন তৈরি হয়েছে তা বাস্তবায়নে যাকাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে বর্তমানে এক লক্ষ কোটি টাকার জাকাত হয়। কিন্তু কল্পনা করুন, যদি এক লাখ কোটি টাকা জাকাত সঠিকভাবে ব্যবহৃত হতো, তাহলে বাংলাদেশে কেউ অভুক্ত থাকত না।

জাকাত হচ্ছে একটি আন্দোলন, যা দিয়ে দেশ থেকে পুরোপুরি দারিদ্র দূরীকরণ সম্ভব। আর এটি করতে গেলে দরকার সিজেডএম-এর মতো আরো অনেক প্রতিষ্ঠান।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ম্যানচেষ্টার ইউনিভার্সিটির অর্থনীতির সহযোগী অধ্যাপক ড. ইমরানুল হক। তিনি ইন্টিগ্রেটেড সার্কুলার ফ্লো মডেল উপস্থাপন করেন, যেখানে যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে প্রাথমিক ও জরুরি সহায়তা, ওয়াক্ফ দিয়ে অবকাঠামোগত দীর্ঘমেয়াদি উন্নয়ন, সাদাকাহ দ্বারা বিভিন্ন কমিউনিটি প্রজেক্টস বাস্তবায়ন, কর্জে হাসানা দ্বারা উদ্যোক্তাদের সুদবিহীন ঋণ,
তাকাফুলের মাধ্যমে ঝুঁকি ব্যবস্থাপনা করা হবে।

বিশিষ্ট অর্থনীতিবিদ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড জাকাত অ্যান্ড ওয়াকফ ফোরামের সেক্রেটারি জেনারেল দাতুক প্রফেসর গাজালী মেহাম্মদ নূর এবং সিজেডএম উপদেষ্টা পরিষদের সভাপতি এবং সাবেক মন্ত্রী লে. জে. (অব:) এম নুরুদ্দীন খান।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের শরিয়াহ সুপারভাইজারী বোর্ডের সদস্য প্রফেসর মোখতার আহমেদ।