স্টার্টআপের আওতায় সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ দিতে পারে ব্যাংকনতুন টাকা ছাপাতে এবার খরচ হচ্ছে তিন গুণগাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২ডিসেম্বরে নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি কমিশনেরতৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প
No icon

ঈদের দিন রাজধানীর ৩ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ঈদের দিন রাজধানীর তিনটি হাসপাতাল পরিদর্শন করেছেন। ঈদের ছুটিতে হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবা কার্যক্রম পর্যবেক্ষণের জন্যই তার আকস্মিক এ পরিদর্শন।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন সামন্ত লাল সেন। পরিদর্শন শেষে তিনি বলেন, গতকাল বুধবার দুটি হাসপাতালে গিয়েছি, দুই জায়গায় আমি পর্যাপ্ত ডাক্তার, নার্স পেয়েছি। রোগীদের সঙ্গেও আমি কথা বলেছি। কেউ কোনো অভিযোগ করেনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ সকালে দেশের সব হাসপাতালের পরিচালককে মেসেজ পাঠিয়েছি। আমি এখন পর্যন্ত যতটুকু জানি, সব জায়গায় চিকিৎসা চলছে। কোথাও ব্যত্যয় ঘটেনি।তিনি আরও বলেন, মন্ত্রী হিসেবে এটা আমার প্রথম ঈদ। আমি আশা করছি দেশের মানুষ খুব সুন্দরভাবে ঈদ পালন করছেন। ঈদে লম্বা ছুটি। এর মধ্যেও দেশের কোনো হাসপাতালে স্বাস্থ্য সেবার ব্যাঘাত ঘটেনি।মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।