মনোনয়ন না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন বিএনপি নেতাসিম ব্যবহারের ক্ষেত্রে আরও কঠোর হচ্ছে সরকারএনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারাআগামীকাল শপথ নিচ্ছেন বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা রোববার, অংশ নিচ্ছে সাড়ে ৩ লাখ শিক্ষার্থী
No icon

ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৪৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন রয়েছেন।      

গত ২৪ ঘণ্টায় ৯৮০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ৬৬ হাজার ২৭৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭১ হাজার ৫৬ জন। এর মধ্যে ৬৩ দশমিক দুই শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক আট শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে।