ভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরুব্যাংক আলফালাহর ব্যবসা অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়াআজ এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবাথাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীআনাড়ি হাতে ২০ টন ট্রাক, ফের সড়কে ঝরল ১৪ প্রাণ
No icon

টানা ১৯ দিন করোনায় মৃত্যুশূন্য দেশ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। এ নিয়ে টানা ১৯ দিন করোনায় মৃত্যুহীন থাকল দেশ।একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০ জনের। তাদের মধ্যে ২০ জন ঢাকার, তিনজন টাঙ্গাইলের, একজন চট্গ্রাম, একজন নওগাঁ, দুইজন খুলনা, একজন মেহেরপুর, এবং দুইজনর বরিশাল জেলার বাসিন্দা। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন। আর মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৮২৯ জনের।প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।