তানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫মাসের শুরুতে বৃষ্টির আভাস, গরম কমা নিয়ে সংশয়ইউক্রেনকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রআগামীকাল ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণশপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
No icon

করোনা টিকা না দিলে দিতে হবে কর

বিশ্বজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ রোধে করোনা টিকা দেয়ার কোনও বিকল্প নেই। কিন্তু অনেকের মধ্যে রয়েছে টিকা দেয়ার অনীহা। তাই এবার কানাডার দ্বিতীয় জনবহুল প্রদেশ কুইবেক করছে নতুন আইন।নতুন আইনে যারা টিকার ডোজ নিতে আগ্রহী নন, দেশের স্বাস্থ্যসেবা খাতের জন্য তাদের অতিরিক্ত কর দেওয়া লাগবে।গত মঙ্গলবার এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে কুইবেকের মুখ্যমন্ত্রী ফ্র্যাঙ্কোইস লেগাউল্ট জানান, নতুন এ আইন এখনও খসড়া আকারে রয়েছে। তবে শিগগিরই এটি চূড়ান্ত করা হবে। প্রাদেশিক আইনসভায় পাসের পর তা পুরো প্রদেশে প্রযোজ্য হবে।মুখ্যমন্ত্রী বলেন, এখনো যারা টিকা নেননি, তাদের কারণে রাজ্যের সার্বিক অর্থনৈতিক ব্যবস্থার ক্ষতি হচ্ছে। এই ক্ষতির জন্য তাদের জরিমানা দিতে হবে। তবে সেই জরিমানা ১০০ কানাডিয়ান ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৬৭০ টাকা) বেশি হবে না।