শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে ৪ আইনজীবীর আবেদনরোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় আজসড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যুগাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৩
No icon

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজরে এ ঘটনা ঘটে।মৃত শিক্ষার্থীর নাম ইফতেখার ইসলাম ফামিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তার বাড়ি ঢাকায়।ইংরেজি বিভাগের সভাপতি মমিনুল ইসলাম বলেন, তারা বাইকে করে যাচ্ছিল, তখন রিকশার সঙ্গে দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জেনেছি।প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইফতেখার ইসলাম ফামিন ও তার বন্ধু মিরাজ বাইক নিয়ে আসছিলেন। তখন রাস্তার মাঝে একটি রিকশা হঠাৎ উল্টো দিকে ঘুরলে বাইকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। তখন বাইক থেকে দু জন রাস্তায় ছিটকে পড়েন এবং মাথাসহ শরীরে প্রচণ্ড আঘাত পান। নাক-মুখ দিয়ে রক্ত পড়া অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রক্টরিয়াল টিম এসে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ঘটনার বর্ণনা শুনেছি। সার্বিক বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেব।