তানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫৫মাসের শুরুতে বৃষ্টির আভাস, গরম কমা নিয়ে সংশয়ইউক্রেনকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রআগামীকাল ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণশপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
No icon

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮তলায় আগুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৮ তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রল রুম থেকে শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটে আগুন লাগে। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সকাল ৮টা ১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। সিলিংয়ের খুব সামান্য অংশে আগুন লেগে যাওয়ায় পুরো ফ্লোর ধোঁয়াচ্ছন্ন হয়ে আছে। তবে ৮ তলায় রিসিপশনের পাশে এবং সামনের দিকের কয়েকটি গ্লাস ভেঙে ধোঁয়া বাইরে বের করার কাজ চলছে।তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ওপরে রয়েছে। তারা আগুনের সঠিক উৎস খুঁজে বের করতে চেষ্টা করে যাচ্ছে। এখনো পর্যন্ত বিশেষ কোনো ক্ষতি হয়নি।