সাগরে লঘুচাপ, ভারি বৃষ্টির আভাসচলতি মাসেই ২০০ প্রার্থী চূড়ান্ত বিএনপিরশিশুখাদ্যে শতভাগ এলসি মার্জিন নেওয়া যাবে নাসাবেক-বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ আসামিরা না এলে পত্রিকায় বিজ্ঞপ্তিপ্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল
No icon

সহযোগী অধ্যাপক হলেন ১০২ চিকিৎসক

স্বাস্থ্য ক্যাডারের ১০২ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে সুপারনিউমারারি পদোন্নতি দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর চতুর্থ গ্রেডে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের আগামী ২৮ অক্টোবরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখায় জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে সর্বাধিক রয়েছেন চর্ম ও যৌন রোগ বিভাগের ২৭ জন চিকিৎসক। এরপর রেডিওলজি ও ইমেজিং বিভাগে ২০ জন, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ১১ জন, এন্ডোক্রাইনোলজি বিভাগে ৯ জন, রেডিওথেরাপি বিভাগে ৮ জন এবং হেমাটোলজি বিভাগে আরও ৮ জন চিকিৎসক রয়েছেন।এ ছাড়া কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকস বিভাগে ৭ জন, কার্ডিয়াক সার্জারিতে ৭ জন, ভাইরোলজিতে ৩ জন এবং ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন ও থোরাসিক সার্জারি বিভাগে একজন করে চিকিৎসক পদোন্নতি পেয়েছেন।সুপারনিউমারারি পদোন্নতি হলো বিদ্যমান পদসংখ্যার বাইরে বিশেষ বিবেচনায় দেওয়া পদোন্নতি, যা অভিজ্ঞ চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও একাডেমিক নেতৃত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।