রায়ের পর হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন হবে : প্রসিকিউটরজেন-জি আন্দোলনে উত্তাল মেক্সিকো, আহত ১২০ ‘সর্বাত্মক শাটডাউন’ লেখা নোটিশ আটকিয়ে ১০ প্রতিষ্ঠানে তালা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ৫ ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প ছিল না: গভর্নরহাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল
No icon

ফুলবাড়ীতে সেনা বাহিনীর অফিসারের পূঁজা মণ্ডপ পরিদর্শন

দিনাজপুরের ফুলবাড়ীতে হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীও উৎসব শারদিয় দুর্গাপূঁজা নির্বিঘ্নে উৎযাপন করতে পূঁজা মণ্ডপ পরিদর্শন করেছেন সেনা বাহিনীর একদল অফিসার।