আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’বাণিজ্যমেলার উদ্বোধন আজঢাকায় শীত নিয়ে দুঃসংবাদ৬.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্টশীত বাড়বে কাল থেকে, চারে নামতে পারে তাপমাত্রা
No icon

বাণিজ্যমেলার উদ্বোধন আজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ৩০তম আসরের উদ্বোধন আজ। গত বৃহস্পতিবার মেলা উদ্বোধনের কথা থাকলেও বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এর আগে গত বৃহস্পতিবার মেলা উদ্বোধন হওয়ার কথা ছিল। পরে সেটা পেছানো হয়। আজ শনিবার সকাল ১০টায় মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) সচিব তরফদার সোহেল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।এবারের মেলায় ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়াসহ ১১টি বিদেশি প্যাভিলিয়নসহ মোট ৩২৪টি স্টলে দেশ-বিদেশের ব্যবসায়ীরা তাদের পণ্য সামগ্রী প্রদর্শন ও বেচা-কেনা করবেন। মেলায় পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে মেলা কর্তৃপক্ষ। মেলার টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের ২৫ টাকা। তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীগণ ও জুলাই আহতগণ তাদের কার্ড প্রদর্শনপূর্বক বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, মেলা প্রাঙ্গণে সাজসজ্জার কাজ প্রায় শেষ। স্টলে স্টলে পণ্য সাজানো প্রস্তুত করা হচ্ছে। ক্রেতা দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে এবার নানা ধরনের পণ্য সামগ্রী আমদানি করা হয়েছে। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তাদের পণ্য বেচা-বিক্রি বাড়াতে ছাড়ের ব্যবস্থাও চিন্তা করে রেখেছেন। পণ্যের মান বাড়াতে আয়োজন করছেন নানা কৌশল।বাণিজ্যমেলায় আসা ব্যবসায়ীরা জানান, তারা ক্রেতা দর্শনার্থীদের জন্য প্রস্তুত রয়েছেন। আকর্ষণ বাড়াতে প্রতিটি স্টল চমৎকার করে সাজানো হয়েছে। দেশি-বিদেশি সব ধরনের মানসম্মত পণ্য সামগ্রী উঠানো হয়েছে। এবার মানসম্মত পণ্য সামগ্রী ক্রয় করে ক্রেতারা খুশি হবেন।রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, মেলায় সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুর বাগান/খামার বাগি), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্যমেলার উদ্দেশে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস চলবে।

এবারের বাণিজ্যমেলায় ই-টিকেটিং ব্যবস্থা করা হয়েছে। ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে কনসেশনাল রেটে পাঠাও সার্ভিস। মেলায় ৫২-এর ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর জুলাই আন্দোলনে আহত ও শহীদের স্মরণে স্থিরচিত্র প্রদর্শনের জন্য বাংলাদেশ স্কয়ার নির্মাণ করা হয়েছে।বিদেশি উদ্যোক্তা/প্রতিষ্ঠানের সুবিধার্থে থাকছে ইলেক্ট্রনিক্স ও ফার্নিচার জোন। সিনিয়র সিটিজেনদের জন্য তৈরি করা হয়েছে সিটিং কর্নার। শিশুদের নির্মল চিত্তবিনোদনের জন্য মেলায় থাকছে ২টি শিশু পার্ক। পণ্য প্রসার ও বিপণনের জন্য মেলায় থাকছে উন্মুক্ত সাংস্কৃতিক কেন্দ্র। মহিলা, প্রতিবন্ধী, কুটির/তাঁত/বস্ত্র/হস্ত শিল্পের উদ্যোক্তাদের সংরক্ষিত স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।এ ছাড়া মেলার প্রবেশ গেটে প্রয়োজনীয় সংখ্যক আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হয়েছে। একইভাবে যে কোনো ধরনের অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে মেলায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে ফায়ারব্রিগেড। মেলায় খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ গঠিত টিম মেলা চলাকালে প্রত্যহ ভেজালবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করবে।

উল্লেখ্য, মেলায় ৫টি প্রতিষ্ঠানকে প্রিমিয়ার রেস্টুরেন্ট/প্রিমিয়ার মিনি রেস্টুরেন্ট/কফি শপ বরাদ্দ দেওয়া হয়েছে। এক্সিবিশন সেন্টারের ভেতরে ৫০০ আসন বিশিষ্ট একটি ক্যাফেটেরিয়া রয়েছে, যাতে মেলায় আগত দর্শনার্থীরা নির্ধারিত মূল্যে চমৎকার পরিবেশে মানসম্মত খাবার খেতে পারবেন। মেলায় আগত দর্শনার্থীদের জন্য সার্বক্ষণিক চিকিৎসক ও পেশেন্ট কেয়ার এটেনডেন্ট উপস্থিত থেকে ফ্রি প্রাথমিক চিকিৎসা ও চিকিৎসা পরামর্শ প্রদান করবে। এ ছাড়া মেলার সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য মেলায় স্থাপন করা হয়েছে একটি অস্থায়ী সচিবালয় ও দর্শনার্থীদের সব ধরনের তথ্য প্রদানের জন্য একটি তথ্য কেন্দ্র। ব্যাংকিং সার্ভিসের জন্য মেলায় থাকবে পর্যাপ্ত সংখ্যক এটিএম বুথ।নারায়ণগঞ্জ জেলা পুলিশের (গ সার্কেল) সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৯শ পুলিশ সদস্য। সঙ্গে থাকবেন সেনাবাহিনী ও আনসার সদস্যরা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে মেলায় অনুষ্ঠিত হবে বলে আশা করছি। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।