সাগরে লঘুচাপ, ভারি বৃষ্টির আভাসচলতি মাসেই ২০০ প্রার্থী চূড়ান্ত বিএনপিরশিশুখাদ্যে শতভাগ এলসি মার্জিন নেওয়া যাবে নাসাবেক-বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ আসামিরা না এলে পত্রিকায় বিজ্ঞপ্তিপ্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল
No icon

এফআরসির চেয়ারম্যান হামিদুল্লাহ ভূইয়া মারা গেছেন

ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এর চেয়ারম্যান প্রফেসর হামিদুল্লাহ ভূইয়া দিদার মারা গেছেন। সোমবার সন্ধ্যায় ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  মঙ্গলবার ধনিয়াতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা শেষে দুপুর ৩ টায় শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আনা হবে। পরে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবর স্থানে তাকে দাফন করা হবে।তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যালামনাই গভীর শোক প্রকাশ করেছে।