সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাবিশেষ গুরুত্ব পাচ্ছে গবেষণা খাতভূমধ্যসাগর থেকে ৩৫ বাংলাদেশি উদ্ধারযুক্তরাজ্যে যাচ্ছে সীতাকুণ্ডের লিচুগাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় নিহত ১২১ ফিলিস্তিনি
No icon

বীমা ছাড়া অন্য খাতের শেয়ার লেনদেনে মিশ্র প্রবণতা

বীমা ও তথ্য-প্রযুক্তি খাতের শেয়ার ছাড়া বাকি সব খাতের অধিকাংশ শেয়ার দর হারিয়ে মঙ্গলবার দেশের শেয়ারবাজারের লেনদেন শুরু হয়েছিল। তবে লেনদেনের প্রথম দুই ঘণ্টা পর এ ধারা কাটিয়ে ওঠার চেষ্টা দেখা গেছে। এ দুই খাতের বাইরে অন্য খাতের শেয়ারও কিছুটা দরবৃদ্ধির ধারায় ফেরার প্রবণতায় ছিল।দুপুর ১২টায় ডিএসইতে ১৯৬ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড দর বেড়ে কেনাবেচা হচ্ছিল। বিপরীতে ১৩১ শেয়ার দর হারিয়ে কেনাবেচা হতে দেখা গেছে, অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হচ্ছিল ৪৮ শেয়ার।বীমা খাতের ৫২ কোম্পানির মধ্যে ৫১টি দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে। গড়ে এ খাতের সার্বিক শেয়ারদর আড়াই শতাংশ বেড়েছিল। আর তথ্য ও প্রযুক্তি খাতের ১১ কোম্পানির মধ্যে দর বেড়ে কেনাবেচা হচ্ছিল আটটি। এ খাতের সার্বিক দরবৃদ্ধির হার ছিল ১ শতাংশ।প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রায় ১০ পয়েন্ট বেড়ে ৬৮৯২ পয়েন্টে অবস্থান করছিল।

অবশ্য লেনদেন শুরুর প্রথম ২১ মিনিট পর (বেলা ১০টা ২১ মিনিটে) সূচকটি সোমবারের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ৬৮৯০ পয়েন্টে উঠেছিল। এরপর অধিকাংশ শেয়ার দর হারানোয় বেলা ১০টা ৫৩ মিনিটে ওই অবস্থান থেকে ৩৭ পয়েন্ট হারিয়ে ৬৮৫৩ পয়েন্টে নামে। তারপর অনেক শেয়ার অল্প অল্প করে দর বাড়তে শুরু করলে সূচকও বাড়তে শুরু করেছে। দুপুর ১২টায়ও এ বৃদ্ধির ধারা চলতে দেখা গেছে।অবশ্য আজ লেনদেনের গতি গতকালের তুলনায় বেশ কম। আজ প্রথম দুই ঘণ্টায় ৪৫৪ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। গতকাল এ সময় পর্যন্ত্ম ৬০৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।সার্বিক অবস্থা বিষয়ে ব্রোকারেজ হাউস কর্মকর্তারা জানান, বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট আছে। তাদের মধ্যে শেয়ার কেনার দুইদিনের মধ্যে প্রফিট টেক করার প্রবণতা বেশি, অর্থাৎ শেয়ার কেনার পর বিক্রয়যোগ্য হওয়ার প্রথম দিনে মুনাফায় থাকলে শেয়ার বিক্রি করছেন। এতে শেয়ার দরের ওঠানামায় অস্থিরতা বেড়েছে।