চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারিআমিরাতে বৃষ্টিতে গাড়িতে আটকা পড়ে মারা গেলেন দুই জন সেরেলাক-নিডোয় অতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএজাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্রভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু
No icon

দুর্দিনে শেয়ারবাজার

শেয়ারবাজারে দরপতন থামার লক্ষণ দেখা যাচ্ছে না। প্রায় প্রতিদিনই দর হারাচ্ছে অধিকাংশ শেয়ার। এতে সূচকও কমছে। আর দিন দিন লোকসানের পাল্লা ভারী হচ্ছে বিনিয়োগকারীদের। প্রতিদিন দরপতনের কারণে সমন্বয়ও হচ্ছে না শেয়ারের মূল্য।আজিজুর রহমান নামে এক বিনিয়োগকারী বলেন, একটি কোম্পানির শেয়ারে ৪৬ টাকা করে বিনিয়োগ করি। পরবর্তী সময়ে আরও কিনে সমন্বয়ের চেষ্টা করি। ফলে এখন শেয়ারের গড় ক্রয়মূল্য নেমেছে ৪০ টাকা। কিন্তু শেয়ারের দাম কমতে কমতে এখন ২৮ টাকায় নেমেছে। ফলে কোনো ফর্মুলা কাজে আসছে না।অর্থনীতিবিদরা বলছেন, শেয়ারবাজার স্বাভাবিক নিয়মে চলছে না। বাজার অর্থনীতিতে ইতিবাচক কোনো ভূমিকাও রাখতে পারছে না। এই হারানো পুঁজি ফিরে পাওয়ার উপায় কী? কারও জানা নেই এসব প্রশ্নের উত্তর। কোনো শেয়ারে বিনিয়োগের পর সেটি ধরে রাখার বিষয়ে বেশিরভাগ বিনিয়োগকারী বিভ্রান্ত। তা ছাড়া একটু শেয়ারদর বাড়লেই অনেক বিক্রির চাপ আসছে। ফলে বাজার স্বাভাবিক গতি ফিরে পাচ্ছে না।বাজার বিশ্লেষণে দেখা যায়, বড় দরপতনের মধ্য দিয়ে আরও একটি সপ্তাহ পার করলেন বিনিয়োগকারীরা। গত সপ্তাহেই বিনিয়োগকারীরা প্রায় ৯ হাজার কোটি টাকা হারিয়েছেন। আগের সপ্তাহে বিনিয়োগকারীরা হারান সাড়ে ১০ হাজার কোটি টাকার ওপরে। এর ফলে টানা দুই সপ্তাহের বড় দরপতনে প্রায় সাড়ে ১৯ হাজার কোটি টাকা হারিয়েছেন বিনিয়োগকারীরা।